মালদা চক্রের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে র ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো পাবনা পাড়ার মাঠে ,
খেলায় সাহাপুর গ্রাম পঞ্চায়েতে র ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট দুই শতাধিক শিশু ক্রীড়াবিদ অংশগ্রহণ করে ।
পতকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিশু ক্রীড়ার উদ্বোধন করেন স্হানীয় শিক্ষকরা।
খেলায় শিশুদের তিন বিভাগে ,৭৫ ,১০০ ,২০০ , উচ্চ লম্ফন ,দৈর্ঘ্য লম্ফন আলু দৌড়, জিব্ন্যাসটিক্স সহ মৌট ২৮ টি খেলা সম্পন্ন হয় ।
টান টান উত্তেজনার মধে দিয়ে খেলায় বেশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় নিত্যানন্দ পুর প্রাথমিক বিদ্যালয় ।
এবং রানার্সআপ হয় ভাটার
প্রাথমিক বিদ্যালয়।
খেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয় এবছর রাজ্য সরকার থেকে অঞ্চল শিশু ক্রীড়ার খেলা য় ১০ ০০০ টাকা পেলেও শিক্ষক এই খেলায় শারীরিক ও আর্থিক সাহায্য প্রদান করে আড়ম্বর পৃর্নভাবে করে তুলে ।
শিশু দামি পুরস্কার সহ প্রত্যেক কে মাংসভাত খাওনো হয় ।
সাহাপুর শিশু ক্রীড়ার খেলার কনভেনার কৌশিক সরকার জানান ," সাহাপুর গ্রাম পঞ্চায়েতে র ১৭ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে ।
চ্যাম্পিয়ন হয় নিত্যানন্দ পুর প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় ভাটার প্রাথমিক বিদ্যালয় ।
প্রতিটি অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রী দের পুরস্কার ও মাংস ভাত খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় ।