বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বচসার জেরে প্রতিবেশীর হাতে আক্রান্ত কাকা এবং ভাইপো।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে হবিবপুর থানার শোলাডাঙ্গা এলাকায়।
আক্রান্তদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, আক্রান্তদের নাম উকিল সিংহ ও অমিত সিংহ।
তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে প্রতিবেশী শিবু সিংহ জায়গা না ছেড়ে বাড়ি তৈরি করেছিল বলে অভিযোগ।
জায়গা ছেড়ে বাড়ি তৈরি করার কথা বলতে প্রথমে আখিল সিংহর সাথে গন্ডগোল বাঁধে শিবু সিংহর।
এই ঘটনায় অখিল সিংহ কে মারধর করে শিবু সিংহ তার পরিবারের লোকেরা বাধা দিতে গেলে ভাইপো অমিত সিংহ আক্রান্ত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
মাথায় গুরুতর আঘাত থাকার কারণে অমিত সিংহকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে