শহরের উত্তর বালুচরে অগ্নিকান্ড ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহার ঘোষ।
বুধবার, ঘটনার দিন তিনি ছিলেন। বিধানসভায় ছিলেন।
বৃহস্পতিবার মালদায় ফিরেই আগুনে ভস্মীভূত এলাকা পরিদর্শনে যান তিনি। মৃতার ছেলেকে একটি চাকরি দেওয়ার আশ্বাস দেন।
পাশাপাশি আর্তদের সঙ্গেও কথা বলেন। তাঁদের প্রাথমিকভাবে খাওয়া দাওয়ার জন্য রান্নার সামগ্রী বিলি করা হয়। এবং সঙ্গে শীতবস্ত্রও দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোররাতের দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে উত্তর বালুরচর এলাকার জোড়া ট্যাঙ্কি এলাকায়।
অগ্নদগ্ধ হয়ে মৃত শেফালি বড়ুয়া(৫৫) ঘরেই ঘুমিয়ে ছিলেন। প্রথমে তাঁর বাড়িতে আগুন ধরে।
রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আশেপাশে আগুন ছড়িয়ে যায়। এলাকার ১০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।
পরে দমকলের একটি ইঞ্জিন ছুটে এলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে বাড়িগুলি সব ভস্মীভূত হয়ে যায়।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরপ্রধান নীহার ঘোষ। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতার ছেলে কৃষ্ণ বড়ুয়া।
পুরপ্রধান এদিন বলেন,‘ আমরা আপাতত অস্থায়ীভাবে তাঁদের থাকার ব্যবস্থা করছি। পাশাপাশি রান্নার যাবতীয় সামগ্রী বিলি করা হল।
কৃষ্ণর একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এবং যদি আইনি কোনও বাধা না থাকে, তাহলে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে।’