নিউজ ডেস্ক:
উপনির্বাচনে কার্যত ৩-০তে বিজেপিকে ধরাশায়ী করে ফের সাফল্যের মুখ দেখল লোকসভায় কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল। খড়্গপুর-কালিয়াগঞ্জ-করিমপুরের মধ্যে প্রথম দু’টি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী হয়েছে তারা। উপনির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ কেন্দ্রে। ২ হাজার ৪১৮ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।
অন্য দিকে, খড়্গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনেও ছ’মাসের মধ্যেই পাল্টে গেল চিত্র। করিমপুর বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ভোটের দিন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল এই কেন্দ্রে। তবে উপনির্বাচনের গণনায় তেমন কিছু হয়নি।