৪ কেজি আফিম আঠা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসারেরা।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্যাস গোডাউন এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পাচারকারীর নাম, মেসর সেখ (৩৮)। বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুনটোলা এলাকায়।
ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি আফিম আঠা। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
ধৃতকে শুক্রবার জেলা আদালতে তোলা হয়।
ওই আফিম আঠা কোথা থেকে নিয়ে কাকে পাচার করার চেষ্টা করছিল ধৃত পাচারকারী তা তদন্ত শুরু করেছে পুলিশ।